কিছু অপমান কখনোই মেনে নেওয়া যায় না
বুকে পাথর হয়ে আজীবন সিক্ত হতে থাকে
নীরবে সহ্য করতে হয়
একাকিত্বএর লড়াই জিতেও হেরে যেতে হয়
শূন্যতার মাঝে হেরে ও জিততেই হয়
মানুষ মানুষকে তখনই নগণ্য মনে করে
যখন তার অতীত ভুলে যায় বর্তমান অপেক্ষা
কখনও কখনও নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে অপমানিত হতে হয়। সমালোচিত কুকুর আর চিতার রেস,চিতা সক্ষমতা প্রমানের জন্য কুকুরের সাথে রেসে নিজেকে জড়াইয়া না ।
তাই সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করা একধরনের বোকামি।
- মোহাম্মদ আলম
No comments:
Post a Comment